বাংলাদেশ ভারত টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরো ৪৭১ রান। টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ব্যাট করতে নেমে ২ উইকেটে ২৫৮ রান তুলে প্রথমে ইনিংস ঘোষণা করে ভারত। সব মিলিয়ে লিড দাঁড়ায় ৫১২ রানের। রেকর্ড রান তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে তুলেছে ৪২ রান। এরমধ্যে নাজমুলন হাসান শান্ত তোলেন ২৫ আর জাকির হাসান তোলেন ১৭ রান। জয়ের জন্য টাইগারদের আরও চাই ৪৭১ রান, হাতে রয়েছে ১০ উইকেট।

এর আগের দিন ৮ উইকেট হারিয়েই বাংলাদেশ পড়ে গিয়েছিল শঙ্কায়। তৃতীয় দিনে বাংলাদেশ অলআউট হবে, এটা ছিল অনুমিতই। অপেক্ষা ছিল কেবল কতক্ষণ লাগে সেটি জানার। এদিন বাংলাদেশ দুই উইকেট হারালো ১৬ রান যোগ করে। স্বাগতিক ব্যাটাররা খেলেন ৭১ বল। অবশেষে ১৫০ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ভারত ব্যাট করতে নেমে শুভমান গিল আর চেতেশ্বর পূজারার সেঞ্চুরিতে ভর করে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৫৮ রান। বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৫১৩ রান।

পড়ন্ত বিকেলে আবার টাইগারদের হাতে ব্যাট। তবে শেষ বিকাল খুব একটা খারাপ কাটেনি, কিছুটা স্বস্তির বাতাস বয়েছে স্বাগতিক শিবিরে। শান্ত আর জাকিরের ৪৪ রানের ওপেনিং জুটিতে শেষ হয় বাংলাদেশ-ভারত টেস্টের তৃতীয় দিন। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে থাকছে ৪৭১ রানের বিশাল লক্ষ্য। হাতে থাকছে ১০ উইকেট এবং ২ দিন।

চট্টগ্রামে কঠিন চ্যালেঞ্জের মুখে স্বাগতিকরা। এই টেস্ট জিততে বাংলাদেশকে ভাঙতে হবে অতীতের সব রেকর্ড। এর আগে ২০০৯ সালে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ২১৭ রান তাড়া করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ দল। সন্দেহ নেই এগিয়ে থেকেই শুক্রবার টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ করল ভারতীয় দল। তবে অসম্ভবকে সম্ভব করতে নিজেদের সর্বোচ্চটা দিয়েই খেলতে হবে টাইগারদের।