চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টায় প্রথম ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান মদিনার উদ্দেশ্যে যাত্রা করেছে।

এর আগে গতকাল সোমবার রাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম-মদিনা হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের চট্টগ্রামের ব্যবস্থাপক শাহাদাত হোসেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক তাসলিম আহমেদসহ অন্যরা।

এসময় অতিথিরা হাজিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুলেল শুভেচছা জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনায় এ বছর হজযাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে ২২টি ফ্লাইট। এর মধ্যে ২০টি ফ্লাইট সরাসরি জেদ্দায় এবং দুটি ফ্লাইট মদিনায় যাবে। চট্টগ্রাম থেকে মোট ২২টি ফ্লাইটে ৮ হাজার হজযাত্রী সরাসরি যাবেন জেদ্দা এবং মদিনায়।