চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা। রোববার (৩০শে জুলাই) সকাল ৮টা থেকে ১৫৬টি ভোট কেন্দ্রের এক হাজার ২৬১টি বুথে ইভিএমের মাধ্যমে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলো এক হাজার ৪০৭টি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হয়েছে নির্বাচন কমিশন থেকে।

১৫৬ কেন্দ্রের ১৫৬৩টি সিসি ক্যামেরায় নির্বাচন ভবনের কন্ট্রোল রুম থেকে সরাসরি পর্যবেক্ষণ করেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ও রাশেদা সুলতানা।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বিভিন্ন ভোট কেন্দ্রে পরিদর্শন শেষে জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। অনিয়মের কোন অভিযোগ পাওয়া যায়নি ।

ডাক্তার আফছারুল আমিনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন প্রার্থী। আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু নৌকা প্রতীক নিয়ে এবং জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত সোনালী আঁশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া ছড়ি, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী বেলুন ও মনজুরুল ইসলাম ভূঁইয়া রকেট প্রতীক নিয়ে এ আসনের জন্য লড়ছেন। রোববার সকাল ৮টা থেকে ১৫৬টি কেন্দ্রের এক হাজার ২৫১টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।  ভোটাররা ইভিএমে ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সকালে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু নিউ টাইগার পাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। পরে তিনি সাংবাদিকদের কাছে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মোতায়েন ছিল। এছাড়া পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সও কাজ করেছে।