সারাদেশে রোববার সকাল থেকে শুরু হয়েছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই অবরোধের ডাক দিয়েছে তারা। তবে সকালে অবরোধের কোন প্রভাব রাজধানীতে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্নস্থানে তৎপর রয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

এর আগের রাতে রাজধানীতে একাধিক বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। কয়েক ঘণ্টার ব্যবধানে আরামবাগ, গাবতলী, গুলিস্তান, যাত্রাবাড়ী, আগারগাঁওসহ কয়েকটি স্থানে বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে এসব স্থানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে, গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়; যা শেষ হয় গত ২ নভেম্বর। এরপর বিরতি দিয়ে দিয়ে তিন দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি।