চট্টগ্রাম টেস্টের প্রথমদিন সকালে মর্যাদার টেস্ট ক্যাপ পরেছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের কাছ থেকে। প্রথম ইনিংসে করতে পারেননি তেমন কিছুই। তবে দ্বিতীয় ইনিংসে এসেই যেন টেস্ট ব্যাটিংয়ের অনবদ্য ফুল ফোটালেন সাগরিকার পিচে। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসেই ২১৯ বলে সাদা পোশাকের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন জাকির হোসেন। টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করে নাম লেখালেন বুলবুল, আশরাফুল আর আবুল হাসানের পাশে।

চট্টগ্রামে প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সাথে ওপেনিংয়ে নামেন জাকির হাসান। শুরুটা ভালো করলেও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ৪৫ বলে ২০ রান করে শিকার হন মোহাম্মদ সিরাজের। এরপর দ্বিতীয় ইনিংসে নেমেও ভালো শুরু করেন জাকির।

অপরাজিত ১৬ রান নিয়ে শুরু করেন চতুর্থ দিনের খেলা। এদিন শান্তর সাথে শতরানের জুটি গড়ে পূরণ করেন নিজের প্রথম অর্ধশতক। শান্ত অর্ধশতকের পর ফিরলেও ক্রিজে গেঁড়ে বসেন জাকির। ভারতীয় বোলারদের শাসন করে ২২২ বলে পূরণ করেন নিজের শতক। এর আগে বাংলাদেশের হয়ে একটিমাত্র টি-টোয়েন্টি খেলেছেন জাকির। এটিই ছিল তার প্রথম টেস্ট।

তবে তরুণ এই ওপেনার সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। দলীয় ২০৮ রানের মাথায় রবিচন্দন অশ্বিনের বলে ক্যাচ তুলে দেন বিরাট কোহলির হাতে। ২২৪ বলের ইনিংসে ১২ চারের পাশাপাশি একটি ওভার বাউন্ডারিও হাঁকান জাকির।