চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন তিনি। পরে হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার ডিজিটাল ব্যবস্থা নেয়ায় হজ ব্যবস্থাপনা অনেকটাই সহজ হয়েছে। এতে হাজীদের আর দুর্ভোগ পোহাতে হয় না। পবিত্র হজ পালনে গিয়ে হাজীদের দেশ ও দেশের মানুষের জন্য প্রার্থনা করার আহ্বানও জানান তিনি।

এসময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক বলেন, এ বছর সরকারিভাবে ১০ হাজার ৭৪ জন এবং বেসরকারিভাবে ১ লক্ষ ১০ হাজার ৪১৭ জন হজে যেতে নিবন্ধন করেছেন। আগামী ২১শে মে হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে।

তিনি বলেন, এ বছর প্রি-হজ ফ্লাইটে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। নির্ধারিত সময় ২১মে রাত পৌনে ৪টায় প্রথম ফ্লাইট বিজি ৩০০১ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। হজ ক্যাম্পে এ বছর তিনটি এয়ারলাইন্সের ১৬টি কাউন্টারে হজযাত্রীদের চেকিং এবং ইমিগ্রেশন হবে।

হজ ব্যবস্থাপনা সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।