একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন বসবে আগামী ২২ অক্টোবর। ওই দিন বিকেল চারটায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বান করেছেন। সব ঠিক থাকলে এটিই হতে পারে চলতি সংসদের শেষ অধিবেশন।

চলতি একাদশ সংসদ ২০১৯ সালের ২৯ জানুয়ারি শুরু হয়েছিল। সংবিধান মতে সংসদের মেয়াদ শেষ হওয়া সাপেক্ষে পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে সংসদ অধিবেশনের ক্ষেত্রে সংবিধানের বিধান হচ্ছে একটি অধিবেশন থেকে পরবর্তী অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না।

তবে তবে নির্বাচন অনুষ্ঠানের শেষ ৯০ দিনের মধ্যে সংসদের বৈঠক বসার বাধ্যবাধকতা থাকবে না। অর্থাৎ নির্বাচনকালের ৯০ দিনের মধ্যে সংসদ অধিবেশনে প্রয়োজন পড়বে না।

আগামীর দুই নভেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠানের ক্ষণগণনা শুরু হবে। ফলে আসন্ন অধিবেশনটি হচ্ছে সংসদের শেষ অধিবেশন।