চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় ‘মূল পরিকল্পনাকারী’সহ আরও ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৮ই আগস্ট) র‌্যাবের এক খুদে বার্তায় জানানো হয়েছে এ তথ্য। এ নিয়ে বাস ডাকাতির ঘটনায় মোট ১৩ জনকে গ্রেফতার করা হলো।

খুদে বার্তায় বলা হয়, রোববার ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে রতন নামের এক ব্যক্তি রয়েছেন। তিনি ডাকাতি ও ধর্ষণের ঘটনার ‘মূল পরিকল্পনাকারী’।

গত মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঈগল এক্সপ্রেসের একটি বাস নারায়ণগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করে। পথে ১৩ জনের একটি দল বাসটিকে যাত্রী সেজে উঠে নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি এবং এক নারীকে ধর্ষণ করে।

ওই ঘটনার পর তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁরা হলেন রাজা মিয়া, মো. আওয়াল ও নুরনবী। তাঁদের মধ্যে রাজা মিয়া বাসে ডাকাতি ও ধর্ষণ এবং অপর দুজন ডাকাতিতে অংশ নেওয়ার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।