চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার রসুলপুরে রহিমা হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় দেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইয়েদুল ইসলাম বাবু এ তথ্য জানিয়েছেন।

মৃত্যদন্ড প্রাপ্ত আসামীরা হলো- মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের জিয়া, কামাল মিয়াজী, আবুল বাশার ও মাহমুদা আক্তার। এদের মধ্যে মাহমুদা আক্তার পলাতক রয়েছে। বাকি তিন আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২১শে মে মাহমুদা আক্তারের সহযোগীতায় রহিমা আক্তার নামের এক নারীকে বাড়ি  থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে আসামিরা। পরে গলাটিপে হত্যা করে মরদেহ বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে ফেলে রাখে। পরদিন রহিমা আক্তারের বাবা সফিউল্লাহ মিয়াজী মতলব দক্ষিণ থানায় মামলা করেন। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে তিন আসামির উপস্থিতিতে আজ মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারক।