দেশে বর্তমানে চাঁদাবাজি বেড়ে গেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ বুধবার (৬ই নভেম্বর) রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে তিনি বলেন, অনেক রাস্তা দখল করে দোকান দেয়া হচ্ছে।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “চাঁদাবাজরা যত বড় প্রতাপশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেয়া হবে না।”
উপদেষ্টা বলেন, অপরাধী যেই হোক, ছাড় পাবে না। ঢাকার বাইরে থেকে যেসব পুলিশ এসেছেন, তাদের অলিগলি চিনতে সময় লাগবে। তাদেরকে একটু সময় দিতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হলেও আরও উন্নতির জায়গা রয়ে গেছে। সেসব নিয়ে আলোচনা হয়েছে। চাঁদাবাজি যেন কোনো অবস্থাতেই না হয় সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, ঢাকার বাইরে থেকে যেসব পুলিশ এসেছেন, তাদের অলিগলি চিনতে সময় লাগবে। তাদেরকে একটু সময় দিতে হবে।
তিনি বলেন, ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে, তবে আরও ভালো করতে হবে। রাস্তার সব দোকানপাট আপাতত সরানো হবে। ফুটপাতের দোকানগুলো থাকবে।