চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ও পাগলা নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে ভোলাহাট উপজেলার বজরাটেক মুন্সিগঞ্জ এলাকায় মহানন্দা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় দুই শিশু। পরে দুপুর ৩টার দিকে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লাশ উদ্ধার করে।
নিহতদের মধ্যে ভোলাহাট উপজেলার দু’জন হল- রাধানগর কলোনীর আব্দুল কাদেরের ছেলে জিহাদ মিয়া (১৩) ও সুবেদ মিস্ত্রির ছেলে আজিজুল হক (১২)। অন্য শিবগঞ্জ উপজেলার তর্তিপুরের পিয়াঙ্কা।
ভোলাহাট থানার ওসি সুমন কুমার ও ফায়ার সার্ভিসের টিম লিডার ফরিদ উদ্দীন জানান, দুপুরে ভোলাহাটের বজরাটেক এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে যায় জিহাদ ও আজিজুলসহ আরো দুজন। তারা বল নিয়ে খেলছিল। এমন সময় চারজনই স্রোতের তোড়ে ভেসে যায়। দুজন সাঁতরে তীরে উঠলেও তলিয়ে যায় জিহাদ ও আজিজুল। পরে বেলা ৩ টার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
এদিকে দুপুরে শিবগঞ্জ উপজেলার তর্তিপুর শ্মশানঘাট পাগলা নদীতে গোসলে গিয়ে ডুবে প্রিয়াঙ্কা (১১) নামের এক শিশুর মৃত্যু হয়। সে উপজেলার রানিহাটি ইউনিয়নের কামারপাড়া গ্রামের রূপ কুমারের মেয়ে।
প্রিয়াঙ্কার চাচা নিশিত কুমার জানান, একটি ধর্মীয় উৎসবে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তর্তিপুর শ্মশান ঘাটে গোসলে যায় প্রিয়াঙ্কা। এ সময় স্রোতে নদীতে তলিয়ে যায় সে। একপর্যায়ে খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করা হয়।