সদ্য সংসদ নির্বাচিত হয়েছেন ভারতের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রনৌত। নির্বাচিত হয়ে দিল্লি এয়ারপোর্টে নারী নিরাপত্তারক্ষী কুলবিন্দর কৌরের হাতে চড় খেয়েছেন। যার জেরে ওই নারী নিরাপত্তারক্ষীকে গ্রেফতার ও বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়।

এ খবর বেশ পুরনো। তবে এই চড়কান্ড নিয়ে ভারতে বেশ চর্চা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কঙ্গনার পক্ষ নিয়েছেন, আবার কেউ একে সমর্থন করেছেন। এদিকে, ভারতের জনপ্রিয় সুরকার ও গায়ক বিশাল দাদলানি নারী নিরাপত্তারক্ষী কুলবিন্দর কৌরেকে চাকরির প্রস্তাব দিয়েছেন।

যদি চড়ের ঘটনায় কুলবিন্দর কৌরকে চাকরিচ্যুত করা হয়, তবে তাঁর জন্য চাকরির ব্যবস্থা করার কথা জানিয়েছেন বিশাল দাদলানি।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইন্টস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, আমি সহিংসতা পছন্দ করি না। কিন্তু এই কনস্টেবলের ক্ষুব্ধ হওয়ার পেছনে অনেক কারণ আছে। যদি তাঁর বিরুদ্ধে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে, তাহলে তাঁর বিকল্প চাকরির ব্যবস্থা আমি করে দেব। যদি তিনি সেটা গ্রহণ করতে রাজি থাকেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।

বিশাল দাদলানি লেখেন, আবারও বলছি, মিসেস কৌরকে যদি তাঁর চাকরি থেকে সরানো হয়, দয়া করে কেউ তাঁকে জানাবেন, তাঁর চাকরির নিশ্চয়তা আমি দেব।