প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে উৎপাদিত চামড়াজাত পণ্যের মান ও নতুন বাজার সৃষ্টি করতে হবে। তিনি বলেন, দেশীয় বাজারেও গুরুত্ব দিতে হবে। আজ বৃহস্পতিবার (১২ ই অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী । তিন দিনের আন্তর্জাতিক এ প্রদর্শনী শুরু হচ্ছে আজ থেকে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। বেসরকারি খাতকে আমরা উন্মুক্ত করে দিয়েছি। আমরা চাই আমাদের দেশে আরো বেশি বিনিয়োগ হোক। শিল্পের আমদানি করা কাঁচামাল যাতে দ্রুত খালাস হয় সে বিষয়ে নজর দিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের কারণে দেশের ভিতরেও পণ্যের বাজার তৈরি হয়েছে। আমাদের বাজার যত সম্প্রসারিত হবে ততই আমাদের জন্য ভালো। আমি বিশ্বাস করি বাংলাদেশে সম্ভব।
তিনি আরও বলেন, আমাদের পণ্য আমাদের দেশের নামে বাজারজাত হোক, আমাদের পণ্যের নাম ও মান বাড়ুক। দ্রুত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন সেটা বিশ্বাস করি। কাজের ক্ষেত্রে লাল ফিতর দূরত্ব যাতে না থাকে সেদিকে সবাইকে বিশেষ নজর দেয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সারাদেশে ১০০ টি অর্থনৈতিক অঞ্চল করেছি। যে কারণে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম বিনিয়োগের শ্রেষ্ঠ জায়গা হয়ে উঠেছে। বাংলাদেশের জনগণ আমাদের মূল শক্তি। শ্রমিকদের দিকে শিল্প মালিকদের দৃষ্টি দেয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ব্যবসা বান্ধব সরকার। ব্যবসায়ীদের আওয়ামী লীগ সরকার সব ধরনের সহযোগিতা দেবে। সেজন্যে বিদ্যুৎ বিল ও ট্যাক্স যথাযথ সময় ব্যবসায়ীদের পরিশোধের আহ্বান জানান।
তিনি বলেন, আমাদের পন্য বেশি উৎপাদন করে সেগুলো রপ্তানির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এক যুদ্ধ থামতে না থামতে ইসরাইল প্যালেস্টাইনের উপরে যে যুদ্ধ শুরু করেছে, তাদের অনেক জায়গা দখল করেছে। আন্তর্জাতিক পর্যায়ে আমার অনুরোধ থাকবে এগুলো বন্ধ করতে হবে , যুদ্ধ বন্ধ করতে না পারলে, অস্ত্রের খেলা বন্ধ করতে না পারলে সাধারণ মানুষ কষ্ট ভোগ করে। আমরা শান্তি চাই।
লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে।
প্রদর্শনীতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, ডেনমার্ক, নেদারল্যান্ডস, হংকং, কম্বোডিয়া, চীন, ইতালি, পোল্যান্ড ও অন্যান্য দেশসহ মোট ১৫টি দেশ থেকে ২০০ এর বেশি ব্যবসায়ী অংশ নিয়েছে।