বৈরি আবহাওয়াতে দুইবার পাল্টেছে ম্যাচের সূচি। আজ (বুধবার) মাঠে গড়ানো সেই ম্যাচে এগিয়ে গিয়েও জয় পায়নি বাংলাদেশ। শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার মাহিন্দ্রা রাজাপাকসে চার জাতি ফুটবল প্রতিযোগিতায় সেশেলসের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে পয়েন্ট হারিয়েছে লাল সবুজ জার্সিধারীরা। প্রথমার্ধে ইব্রাহিমের গোলে লিড নিয়েও সেশেলসের সঙ্গে ১-১ গোলের ড্রতে মাঠ ছাড়তে হয়েছে জামাল ভূঁইয়াদের।

কলম্বোর রেসকোর্স মাঠে বল নিয়ন্ত্রণে রেখে একাধিকবার প্রতিপক্ষের সীমানায় ত্রাস সৃষ্টি করেছে বাংলাদেশ। কিন্তু গোলের সুযোগ এসেছে একবারই। যদিও ১৪ মিনিটে গোলকিপার আনিসুর রহমান জিকোর পরীক্ষা নিয়েছিল সেশেলস। তাদের দূরপাল্লার একটি শট গোলকিপার জিকো কোনোমতে ফিরিয়ে দিয়েছেন।

এর তিন মিনিট পরই এগিয়ে যায় বাংলাদেশ। নিজেদের অর্ধ থেকে টুটুল হোসেন বাদশার লং পাস এক সতীর্থের পা হয়ে কিছুটা সৌভাগ্যবশত পেয়ে যান ইব্রাহিম। বল নিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে এই ফরোয়ার্ডের নেওয়া শট বাঁক খেয়ে জাল খুঁজে নেয়। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি লাল-সবুজের দল।

একটু পরই ব্যবধান দ্বিগুণ হতে পারতো। রাইট উইং ধরে আক্রমণে ওঠা সাদউদ্দিনের বক্সে বাড়ানো ক্রসে মাথা ছুঁইয়েছিলেন সুমন রেজা কিন্তু লক্ষ্যে থাকেনি। দূরের পোস্টে থাকা ইব্রাহিম পারেননি দরকারি টোকা দিতে, এক ডিফেন্ডার দ্রুতই ক্লিয়ার করেন।

প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখলেও প্রথমার্ধে ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি বাংলাদেশ। ৩০ মিনিটে সতীর্থের কাটব্যাক নিয়ন্ত্রণে নিয়ে জামাল ভূঁইয়া বক্সে ঢুকে শট নিলেও তা আটকান সেলেশস গোলকিপার। ছয় মিনিট পর তপুর শট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়।

৪১ মিনিটে আবারও সুযোগ নষ্ট হয়। ডান দিক থেকে সাদউদ্দিনের নিখুঁত ক্রস বক্সে পেয়ে পেয়ে রাকিব হোসেন কাটব্যাক করেন। ফাঁকায় থাকা ইব্রাহিমের গতিহীন শট লক্ষ্যে থাকেনি। ভারি মাঠে বল গড়াতে গড়াতে বেরিয়ে যায় দূরের পোস্টের অনেক বাইরে দিয়ে।

১-০ গোলে পিছিয়ে থেকে সেশেলস বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। বাংলাদেশের রক্ষণকে বারবারই পরীক্ষা দিতে হয়েছে। ৬২ মিনিটে সতীর্থের পাসে বদলি মিডফিল্ডার রানডলফ দিন এলিজাবেথ বক্সের ভেতরে বল পেয়ে শট করলে তা দূরের পোস্ট দিয়ে যায়।

তিন মিনিট পর ডিন স্টেফেন শট নিলেও তা লক্ষ্যে থাকেনি। ৮৭ মিনিটে অবশেষে সফল হয়েছে সেশেলস। সতীর্থের ক্রসে ওয়ারেন এরিন বুক দিয়ে বল নামিয়ে দিলে রশিদ ড্যান ল্যাবরোস লক্ষ্যভেদ করেন। একটু পর উডলে ট্যাম্বোর শট লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় বাংলাদেশ।

আর যোগ করা সময়ে সুফিলের হেড ক্রসবারের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয় বাংলাদেশকে। ১৩ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে জামালরা।