দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পার্বত চট্টগ্রামের ৪ জেলায় সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী দুই দিন বন্ধ থাকবে। টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়। ফলে বুধ ও বৃহস্পতিবার এি ৪ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিন বিকেলে এক সভায় শিক্ষামন্ত্রী জানান, রাঙ্গামাটি বাদে চট্টগ্রামের চার জেলায় আগামী দুইদিন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কারণে এইচএসসি পরীক্ষা পেছা‌নোর কোন সু‌যোগ নেই বলেও জানান তিনি।

এর আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ মঙ্গলবার থেকে চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল।

এর আগে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী দীপু মনিও জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে কয়েক জেলায় বন্যার সৃষ্টি হয়েছে। এজন্য কাল ও পরশু (বুধ ও বৃহস্পতিবার) বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।