চার দিনের ব্যবধানে দেশের বাজারে আরও এক দফা বাড়ল স্বর্ণের দাম । ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা বেড়েছে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট প্রতিভরি স্বর্ণের দাম ৮৩ হাজার ২৮০ টাকা হয়েছে। আগামী সোমবার (২২শে আগস্ট) থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
রোববার (২১ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের দামের পাশাপাশি স্বর্ণের অলংকার কেনার ক্ষেত্রে ন্যূনতম মজুরিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, স্বর্ণের অলংকার বিক্রির সময় ক্রেতাদের কাছ থেকে প্রতি গ্রামে সর্বনিম্ন ৩০০ টাকা (এক ভরিতে ১১ দশমিক ৬৬ গ্রাম) মজুরি নিতে হবে। সে হিসাবে এক ভরি স্বর্ণের অলংকারের মজুরি পড়বে সাড়ে তিন হাজার টাকা। এতে মজুরিসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ অলংকার কিনতে ক্রেতাদের কমপক্ষে ৮৬ হাজার ৭৮০ টাকা গুনতে হবে।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ হাজার ২৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা বেড়ে হয়েছে ৭৯ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ৯৯৩ টাকা বেড়ে হয়েছে ৬৮ হাজার ১১৭ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৫৬ হাজার ২২০ টাকা করা হয়েছে।
তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম এক হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।