দীর্ঘ আট মাস ধরে গাজা উপত্যকায় হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। গত চারদিনে রাফাতে ইসরাইলের সেনাবাহিনী ৬০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে বলে জানিয়েছে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন। এর মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।

এছাড়া ইসরাইলি নানা অবরোধের কারণে গাজায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। সম্প্রতি মিসরের সঙ্গে গাজার রাফার স্থল সীমান্তপথ ইসরাইল নিজেদের দখলে নিলে এই সংকট তীব্র হয়। কারণ গাজায় ত্রাণসহায়তা প্রবেশের প্রধান প্রবেশপথটিও বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সমালোচনার মুখে ইসরাইল ও অধিকৃত পশ্চিম তীর থেকে গাজায় খাদ্যপণ্য বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইসরাইলি সামরিক বাহিনী। এখন থেকে গাজার ব্যবসায়ীরা ইসরাইলি ও ফিলিস্তিনি ব্যবসায়ীদের কাছ থেকে খাদ্যপণ্য কিনতে পারবেন বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

এদিকে, ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দেশে দেশে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৩০শে মে) ফ্রান্সের প্যারিসে টিএফ ওয়ার চ্যানেলের ভবনের সামনে সমাবেশ হয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা।