সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া আইসিসির সভায় ২০২৩-২০২৭ সালের ভবিষ্যৎ সফর পরিকল্পনার খসড়া সূচি নিয়ে আলোচনা হয়েছে।

সেই সভায় আগামী চার বছরে ৪২টির মতো টেস্ট সূচিভুক্ত করতে পেরেছে বাংলাদেশ।

রোববার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস জানান, আলাপ-আলোচনা করে যেগুলো চূড়ান্ত করেছি এর মধ্যে ৪০+ টেস্ট, ৭০+ ওয়ানডে, ৭৬+ টি-টোয়েন্টি।

তিনি আরও বলেন, এর চেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ আমাদের আছে। এগুলো আইসিসি ইভেন্টের বাইরে। এরপর তো আইসিসি ইভেন্ট আছেই। এর মধ্যে তিন জাতি সিরিজও খেলতে পারি।