দীর্ঘ ১৩ বছর প্রতীক্ষার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে চালু হলো আন্তনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস। তবে এটি আপাতত লালমনিরহাট-ঢাকা রেলপথে চলাচল করবে। আর জেলার চার উপজেলার যাত্রীদের অন্য ট্রেনে লালমনিরহাট এসে উঠতে হবে বুড়িমারী এক্সপ্রেসে। ফলে ট্রেন চালু নিয়ে খুশির চেয়ে অসন্তোষ হয়েছেন বেশিরভাগ যাত্রী।

দেশের প্রথম দীর্ঘতম দূরত্বের এ ট্রেনটিতে ১৪টি কোচ রয়েছে। ৬৩৮ আসনের এ ট্রেনটি উদ্বোধনী দিনে ৪শ’ ৩০জন যাত্রী নিয়ে বুড়িমাড়ি থেকে বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসবে। পরদিন সকাল ৭টায় ট্রেনটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ট্রেনটি চালু হওয়ায় এখন এ অঞ্চলের মানুষ কম খরচে ও স্বল্প সময়ে নিরাপদে ঢাকা যাতায়াত করতে পারবে। দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান স্থানীয়রা।

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু হওয়ায় জেলার ২০ লাখ মানুষের যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হলো বলে জানালেন রেলওয়ে পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার।

সোমবার ছাড়া প্রতিদিন  ট্রেনটি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বুড়িমারী থেকে ঢাকার উদ্দেশে এবং ঢাকা থেকে সকাল ৮টায় বুড়িমারীর উদ্দেশ্যে যাত্রা করবে।