মেট্রোরেলের পঞ্চম স্টেশন হিসেবে মিরপুর ১০ নম্বর স্টেশন যাত্রী চলাচলের জন্যে পুরোপুরি প্রস্তুত। আজ বুধবার (পহেলা মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে মিরপুর ১০ নম্বর স্টেশন যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত হয়।
মিরপুর ১০ স্টেশনের মধ্য দিয়ে প্রথম কোনো জনবহুল এলাকায় মেট্রো স্টেশন চালু হলো। এর আগে চালু হওয়া উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার স্টেশন চালু হলেও কোনো স্টেশন জনবহুল এলাকায় ছিল না।
ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল যেটা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। এ প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে। ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে।
মিরপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন মিরপুর-১০। এখানে বসবাসও বেশি মানুষের। স্টেশন খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীর পাশাপাশি বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের লাইন ৬-এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার উড়াল রেলপথের মধ্যে উত্তরার (দিয়াবাড়ী) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন । উদ্বোধনের পর দিন থেকে সাধারণ যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়।