চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন ক্রিকেটার তামিম ইকবাল। আজ সোমবার (৩১ শে জুলাই)  বিকেলে বাংলাদেশে এসে পৌঁছেছেন তিনি।

দীর্ঘদিন ধরে কোমরের ব্যাথায় ভুগছেন তিনি। কোমরের ব্যথা উপশমে স্থায়ী সমধানের জন্য অস্ত্রোপচার করার কথা ছিল। তাই চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।

তবে অস্ত্রোপচার না করে কোমরের ডিস্কে সবমিলিয়ে ৫টি ইনজেকশন নিয়েছেন তামিম। দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি না হয়ে সোজা নিজ বাসায় চলে গেছেন এই ওপেনার।

জানা গেছে, আপাতত ১৪ দিনের বিশ্রামে থাকতে হচ্ছে তামিমকে। এরপর ধীরে ধীরে অনুশীলনে ফিরবেন তিনি। আগামী দুই-এক দিনের মধ্যে ক্রিকেট বোর্ডের সঙ্গে জরুরি আলোচনার বসবেন তামিম। সেখানেই নিজের ভবিষ্যৎ নিয়ে আলাপ করবেন তিনি। মাঠে ফিরলেও অধিনায়ক হিসেবে থাকবেন কি না তা জানা যাবে দুই পক্ষের সেই আলোচনা শেষে।

এর আগে আজ মিরপুরে শুরু হয়েছে টাইগার ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প। এ ক্যাম্প সামনে রেখে প্রাথমিক দল দেয়ার কথা ছিল। শেষমেশ তা আর হয়নি। ৩২ ক্রিকেটারকে ক্যাম্পে ডেকেছে বিসিবি। কাদের ডাকা হয়েছে, তা জানার উপায় নেই। কারণ ৩২ ক্রিকেটারের নাম প্রকাশ করবে না বিসিবি। স্কিল অনুশীলন শুরুর আগে একেবারে ২১-২২ সদস্যের দল দেয়া হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ক্রিকেটারদের ক্যাম্প শুরুর বিষয়গুলো নিশ্চিত করে নান্নু বলেন, আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাচ্ছি খেলোয়াড়দের ফিটনেস কোন পর্যায়ে আছে। একটা মান দেখার জন্য। আমরা ৩২ খেলোয়াড় তৈরি করেছি। ওরা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে।

প্রধান নির্বাচক জানান, মেডিকেল থেকে আমরা এখনও কোনো আপডেট পাইনি। আমরা দল তৈরি করার আগে আশা করছি একটা রিপোর্ট পাব। আশা করছি, সে অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে তাড়াতাড়ি।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত ক্রিকেটারদের ক্যাম্পে থাকা না-থাকার বিষয়ে বলেন, যারা (ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট) খেলতে গেছে তারা তো খেলার মধ্যেই আছে।