আসন্ন রমজান মাসে চিনির দাম স্বাভাবিক রাখতে আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ (রোববার) এ সংক্রান্ত প্রজ্ঞাপনে এতথ্য জানিয়েছে এনবিআর।

এতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শে জনস্বার্থে চিনি আমদানির ওপর আরোপিত শুল্ক থেকে অব্যাহতি দেয়া হলো। পাশাপাশি রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ৩০শে মে পর্যন্ত আমদানিকারকদের বিনা শুল্কে পরিশোধিত ও অপরিশোধিত চিনি খালাস করার সুবিধা দেওয়া হয়েছে। এনবিআর সংশ্লিষ্টরা জানিয়েছেন, রমজানে নিরবচ্ছিন্ন চিনির সরবরাহ এবং দাম স্থিতিশীল রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমানে প্রতি টন চিনি আমদানিতে কাস্টম ডিউটি তিন হাজার টাকা, সংরক্ষণমূলক শুল্ক ৩০ শতাংশ, ভ্যাট ১৫ শতাংশ, অগ্রিম কর ৪ শতাংশ। সব মিলিয়ে চিনি আমদানি ডিউটি পড়ে প্রায় ৬১ শতাংশ।