কারফিউ শিথিল ও অফিস খুলে দেয়ার পর চিরচেনা রূপে ফিরছে রাজধানী ঢাকা। ঢাকাসহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। আতঙ্ক কাটিয়ে ঘর থেকে বের হয়ে কাজে ফিরেছে কর্মজীবী মানুষ। এতে ধীরে ধীরে চিরচেনা রূপে ফিরছে ঢাকা।
রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাহারায় আছে সেনা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে বিভিন্ন সড়ক বন্ধ থাকায় ও গণপরিবহনের সংকটে ভোগান্তির কথা জানান অনেকে।
সপ্তাহব্যাপী সহিংসতা আর কারফিউয়ের পর এখন অনেকটাই স্বাভাবিক রাজধানী ঢাকা। অফিস খুলে দেয়ায় নগরজুড়ে নেমেছে কর্মচাঞ্চল্য। কারফিউ শিথিল হওয়ায় কর্মজীবী মানুষেরা ছুটছে নিজ গন্তব্যে। এ যেন রাজধানী ঢাকার চিরচেনা রূপে ফেরা।
রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের।
এছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিরাপত্তা বাহিনীর এমন ভূমিকায় সন্তোস প্রকাশ করে সাধারণ মানুষ।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছিলো তা কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন অনেকে।
তবে মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে ও বিভিন্ন সড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় কর্মজীবী মানুষদের। এর সঙ্গে পরিবহন সঙ্কটের কথাও জানান কেউ কেউ।