লাতিন আমেরিকার দেশ চিলির বিভিন্ন স্থানে শতাধিক দাবানলে অন্তত ২৩ জনের প্রাণহানি হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স জানায়, শনিবার (৪ ফেব্রুয়ারি) পর্যন্ত দাবানলে ৯৭৯ জন মানুষ আহত হয়েছে।
চিলির রাজধানী সান্তিয়াগোয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেন, আবহাওয়া পরিস্থিতির কারণে ছড়িয়ে পড়া আগুন নিভিয়ে ফেলা খুবই কঠিন হয়ে গেছে। অবস্থা আরও খারাপ হচ্ছে। (শুক্রবার) প্রায় ৭৬টি জায়াগায় দাবানলের খবর জানা গেলেও আরও ১৬টি জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে।
তিনি আরও জানান, এক বছরে যে পরিমাণ বন ও বনভূমি বিলুপ্ত হয় এ বছর ইতোমধ্যে সেই পরিমাণ বন আগুনে উজাড় হয়ে গেছে।
দেশটির বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। শত শত বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কিছু কিছু জায়গায় মানুষজনকে ঘর-বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
চিলির জাতীয় বনায়ন সংস্থা জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের চেয়েও বড় এলাকা আগুনে পুড়ে গেছে। তাদের ধারণা অন্তত ৯৯ হাজার একর এলাকা আগুনে পুড়ে গেছে।