যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। আজ (শনিবার) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ করার বিষয়ে বেইজিংয়ের প্রস্তাব নিয়ে আলোচনা করতে শি জিনপিংয়ের সাথে দেখা করার পরিকল্পনা করছেন।
এর আগে, গতকাল শুক্রবার ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের প্রথম বার্ষিকীতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ১২ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে রাশিয়ার মিত্র চীন। তাদের প্রস্তাবে প্রথমেই আলোচনার উদ্যোগ নেওয়া এবং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা অবসানের আহ্বান জানানো হয়।
এমন প্রস্তাবে জেলেনস্কি বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করতে চাই যে চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবে না’। তবে তিনি কখন এবং কোথায় চীনা প্রেসিডেন্টের সাথে বসতে চান সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে, বেইজিংয়ের শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, শান্তি পরিকল্পনায় রাশিয়া উপকার ছাড়া কিছুই দেখছি না।