চীনে আর আইফোন-১৪ উৎপাদন করবে না অ্যাপল। এখন থেকে নতুন মডেলের আইফোন উৎপাদন হবে ভারতের কারখানায়। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অ্যাপল। আন্তর্জাতিক সংবদমাধ্যম বিবিসির প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীন ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনা ও সা¤প্রতিক সময়ে দেশটির বিভিন্ন রাজ্যে করোনা লকডাউনের কারণে উৎপাদন যাতে বন্ধ হয়ে না যায় সে কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানাগেছে, তাইওয়ান ভিত্তিক প্রতিষ্ঠান ফক্সকন অ্যাপলের বেশিরভাগ ফোন উৎপাদন করে থাকে। তারা ২০১৭ সালের দিকে ভারতের তামিল নাড়ুতে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে। যেখানে আইফোন পুরাতন ভার্ষণের ফোনগুলো উৎপাদন করা হয়। এবার ওই কারখানাতেই উৎপাদন হবে নতুন আইফোন-১৪।
এ মাসের শুরুর দিকে ফ্ল্যাগশিপ আইফোন ১৪ বাজারে ছেড়েছে অ্যাপল। বিশ্লেষকরা মনে করছেন, ২০২২ সালের শেষ নাগাদ অ্যাপল আইফোন-১৪ উৎপাদনের প্রায় ৫ শতাংশ ভারতে স্থানান্তর করবে। চীনের পরে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার।
উল্লেখ্য, বহু বছর ধরেই অ্যাপল তার বেশিরভাগ ফোন চীনে তৈরি করে। তবে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় আরো কয়েকটি দেশে কারখানা স্থাপন করে অ্যাপল। এছাড়া চীনের ‘জিরো-কোভিড’ নীতিও অ্যাপলের ব্যবসা গোটানের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে।