জমকালো আয়োজেন চীনের হাংজুতে পর্দা উঠলো ১৯তম এশিয়ান গেমসের। আজ (শনিবার) হাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টারে প্রযুক্তি আর আধুনিতকার ছোঁয়ায় শুরু থেকেই মুগ্ধতা ছড়ায় উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতে মাঠে প্রবেশ করে গেমসের মাসকট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

মার্চ পাস্টে বাংলাদেশ দলের পতাকা বহন করেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। বিভিন্ন ডিসপ্লে’র মাধ্যমে চীনের সংস্কৃতি তুলে ধরা হয় উদ্বোধনী অনুষ্ঠানে।

এছাড়া, এশিয়া মহাদেশের কৃষ্টি তুলে ধরা হবে বিশ্ববাসীর সামনে। এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানটি কার্বন নিঃসরণের মাত্রা শূন্যে রেখে আয়োজন করা হয়েছে। এবারের আসরে সাড়ে ১২ হাজার ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন।