চীনের অন্যতম বৃহৎ বাণিজ্যিক নগরী সাংহাইয়ে নতুন করে দেখা দেওয়া করোনাভাইরাস প্রাদুর্ভাবের লাগাম টানতে কঠোর লকডাউন জারি করা হয়েছে। যা নগরীর বাসিন্দাদের জীবন-যাপনকে কঠিন করে তুলেছে। কুকুরকে হাঁটানোর মতো দৈনন্দিন কাজ কীভাবে সারছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তা তুলে ধরছেন সেখানকার স্থানীয়রা।
নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের হটস্পটে পরিণত হয়েছে সাংহাই। গত কয়েক দিন ধরে দৈনিক সংক্রমণ কমে গেলেও অন্যান্য দেশের তুলনায় তা উল্লেখযোগ্য পরিমাণে বেশি। শহরটির ২ কোটি ৬০ লাখ বাসিন্দাকে বাড়িতে থাকতে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাংহাইয়ের বাসিন্দাদের টুইট করা ভিডিওতে দেখা যায়, ড্রোনের মাধ্যমে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হচ্ছে। শহরটির বাসিন্দারা খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর সরবরাহ ঘাটতির প্রতিবাদে বেলকনিতে দাঁড়িয়ে গান গেয়ে প্রতিবাদ করার সময় সুউচ্চ সব ভবনের কাছে ড্রোনের মাধ্যমে নির্দেশনা ঘোষণা করতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ড্রোন ব্যবহার করে লোকজনকে কোভিড-১৯ বিধি-নিষেধ মেনে চলার পাশাপাশি নিজেদের ইচ্ছা সংবরণের আহ্বান জানানো হয়।
এমনকি তাদের জানালা না খুলতে এবং গান গাইতে বারণ করা হয়েছে। এ ধরনের আরেকটি ভিডিওতে দেখা যায়, সাংহাইয়ের রাস্তায় জনসম্মুখে করোনা বিধি-নিষেধ ঘোষণার সময় স্বাস্থ্যসেবা কর্মীরা মেগাফোন ব্যবহার করছেন।
কর্মীরা সেখানকার একটি হাউজিং সোসাইটির বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, ‘আজ রাত থেকে, দম্পতিদের আলাদাভাবে ঘুমানো উচিত। চুম্বন করবেন না। আলিঙ্গন করবেন না। পৃথকভাবে খাওয়া-দাওয়া করুন। সহযোগিতার জন্য আপনাদের ধন্যবাদ।’
এক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, চার পায়ের রোবট সাংহাইয়ের সড়কে টহল এবং স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা ঘোষণা দিচ্ছে।
This is more funny. “From tonight, couple should sleep separately, don’t kiss, hug is not allowed, and eat separately. Thank you for your corporation! “ pic.twitter.com/ekDwLItm7x
— Wei Ren
(@WR1111F) April 6, 2022