চীনের হুনান প্রদেশে ভারী বৃষ্টিপাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছে হাজার হাজার মানুষ। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, গত পহেলা জুন হুনান প্রদেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এখন পর্যন্ত প্রায় প্রদেশটি ২ হাজার ৭০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে দুই লাখ ৮৬ হাজার মানুষ। তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

হুনান প্রদেশের কর্মকর্তা লি দাজিয়ান বলেন, এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও তিনজন।

আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে হুনান প্রদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়, ভারী বর্ষণে নদী ও হ্রদের পানির উচ্চতা উলে­খযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে হুনান প্রদেশের ১৭ লাখ ৯০ হাজার মানুষ।