চীনে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। স্থানীয় সময় সোমবার (৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ভয়াবহ ঘটনা ঘটে। ভূমিকম্পের ফলে প্রান্তিক অঞ্চলের বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
সোমবার আঘাত হানা এই ভূমিকম্প প্রাদেশিক রাজধানী চেংডু ও অন্যান্য দূরবর্তী প্রদেশেও অনুভূত হয়েছে। ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে ভূমিধসের কারণে অনেক বাড়িঘর ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র বলেছে, চেংডু থেকে প্রায় ২২৬ কিলোমিটার দূরের দক্ষিণ-পশ্চিমের পার্বত্য শহর লুডিং এই ভূমিকম্পের কেন্দ্র ছিল। গত জুনের এই অঞ্চলে দুই দফায় ভূমিকম্প হয়েছিল।
চায়না নিউজ সার্ভিস বলছে, লুডিংয়ে ভূমিকম্প অত্যন্ত শক্তিশালী ছিল। সেসময় লোকজনের দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে গিয়েছিল। ভূমিকম্পে অনেক বাড়িঘরে ফাঁটল দেখা গেছে। বিদ্যুতের প্রাদেশিক গ্রিডে ক্ষয়ক্ষতির কারণে প্রায় ৪০ হাজার ব্যবহারকারী অন্ধকারে রয়েছেন।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থলের ২০ কিলোমিটার এলাকার মধ্যে কমপেক্ষ ৩৯ হাজার এবং ১০০ কিলোমিটারের মধ্যে সাড়ে ১৫ লাখ মানুষের বসবাস।
২০১৭ সালের আগস্টের পর সিচুয়ানে সোমবারের এই ভূমিকম্পকে শক্তিশালী হিসেবে বলা হচ্ছে। ওই বছর এই প্রদেশটির আবা এলাকায় ৭ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে।