চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে আগুনে ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম বেইজিং ডেইলি জানিয়েছে আজ (মঙ্গলবার) দুপুর টায় চাংফেং হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, আজ স্থানীয় সময় দুপুর ১টায় হাসপাতালটির পূর্ব অংশে ভর্তি রোগীদের শাখায় আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
উদ্ধার কাজ শেষে মোট ৭১ জনকে জীবিত সরিয়ে নেওয়া হয়। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করার পর কয়েকজনেরসহ মোট ২১ জনের মৃত্যু হয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার পর অনেকেই হাসপাতালারে জানালা দিয়ে লাফিয়ে পড়েন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জানালার বাইরে শীতাতপ নিয়ন্ত্রণ ইউনিটে আশ্রয় নিয়েছেন অনেকে। প্রাণ বাঁচাতে এক নারীকে অন্য একটি বিল্ডিংয়ে লাফিয়ে পড়তেও দেখা যায়।
মঙ্গলবারের এই আগুনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
সাম্প্রতিক বছরগুলিতে বেইজিংয়ে সবচেয়ে ভয়াবহ অগ্নিকা- এটি। এর আগে ২০১৭ সালে একটি অগ্নিকা-ে ১৯ জনের মৃত্যু হয়েছিল।