চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র ইর্মাজেন্সি রোডে ফুলকুঁড়ি স্কুলের সামনে গড়ে উঠেছে আপনার স্বপ্নের আধুনিক অভিজাত আবাসন ‘জুনিবাস’। সিঙ্গাপুরে ভবন নির্মাণ কাজে দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞ বুয়েট স্থপতির নকসায় নির্মিত হচ্ছে প্রাকৃতিক সবুজে ঘেরা এক দৃষ্টিনন্দন ভবন।
যেখানে থাকছে ১০০০-১৬৫০ স্কয়ার ফিটের ২৪ টি ফ্লাট। ভবনটির চারিদিক ও মধ্যভাগে অনেকটাই খোলা জায়গা যা সাজানো হয়েছে সবুজ গাছ-ঘাসে। স্থাপত্য নকসা নিশ্চিত করেছে পর্যাপ্ত আলো-বাতাস এবং প্রতিটি ফ্লাটের ভেতর থেকেও বৃষ্টি উপভোগসহ প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ। ভবনের সাথেই রয়েছে মসজিদ ও বাচ্চাদের স্কুল।
শহরের একঘেয়েমি দূরে ঠেলে সবুজে ঘেরা ও একান্ত পারিবারিক পরিবেশ এই আবাসনের অন্যতম বৈশিষ্ট। শুধু তাই নয়, চুয়াডাঙ্গা জেলার তীব্র গরম ও শীতকে বিবেচনায় নিয়ে ভবনে ব্যবহার করা হচ্ছে পরিবেশবান্ধব কংক্রিকের হলো ব্লক। যা শব্দ দূষণরোধসহ ঘরের তাপমাত্রা সহনীয় রাখতে বিশেষ ভূমিকা রাখবে।
এছাড়াও ২৪ ঘণ্টা নিরাপত্তায় সিকিউরিটি গার্ড, সিসি ক্যামেরা, লিফট, নিজস্ব সাবস্টেশন, জেনারেটর, সেন্ট্রাল এলপিজি গ্যাস সিস্টেম তো থাকছেই।
তাই অভিজাত অ্যাপার্টমেন্ট জুনিবাস হোক আপনার কাক্সিক্ষত আবাসন, স্বপ্নের আঙ্গিনা।