চুয়াডাঙ্গায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন আমেরিকার ফ্লোরিডা থেকে প্রচারিত আইপি টেলিভিশন এফবিটিভি এর সিইও, এফবি নিউজ টোয়েন্টিফোর এর প্রকাশক ও সম্পাদক এবং ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি হাকিমুল আলম মালিক টিটন। আজ রোববার (৩ মার্চ ) সন্ধ্যায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে মত বিনিময় সভার আয়োজন করা হয়।
আয়োজনের শুরুতেই জেলার প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পরিচয় পর্বে মিলিত হন আমন্ত্রিত অতিথিরা। পরিচয় পর্ব শেষে জেলার কৃতীসন্তান হাকিমুল আলম মালিক টিটনকে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একইসাথে তার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা নিবেদন করেন স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ।
মুক্ত আলোচনা ও বিশেষ অতিথিদের বক্তব্য শেষে মূল আলোচনায় অংশ নেন হাকিমুল আলম মালিক টিটন। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘আজকের এই আয়োজনের জন্য আত্মিক ধন্যবাদ জানাই আমার গণমাধ্যমের বন্ধুদের। দীর্ঘদিন পর পুরাতন সব মুখগুলোকে একসাথে দেখে স্মৃতিকাতর হয়ে পড়ছি। শৈশবের সেই দিনগুলো বারবার মনে পড়ছে। চুয়াডাঙ্গা থেকে অনেক দূরে থাকলেও এই মুখগুলো আমার কাছে সবসময় অমলিন হয়ে রয়েছে এবং থাকবে। পুরাতন মুখের ভিড়ে নতুন মুখও দেখছি, ভালোই লাগছে যে জেলার ভালোর জন্য সকলের অবস্থান অভিন্ন।
তিনি বলেন, ‘সুদুর আমেরিকার ফ্লোরিডা থেকে এ দেশ মাটি ও মানুষের কল্যানের কথা ভাবি। আপনারা যারা মহত পেশা সাংবাদিকতায় আছেন আপনারাই পারেন দেশ ও দেশের মানুষকে সাফল্যের পথে নিয়ে যেতে।’
তিনি আরো বলেন, ‘আমি মনে করি আজকের বাংলাদেশের যে উন্নয়ন তা সম্ভাব হয়েছে গণমাধ্যম কর্মীদের অগ্রণী ভূমিকার মাধ্যমেই।’
টিটন মালিক বলেন, ‘দেশের স্বাধীনতা সংগ্রামে গণমাধ্যম কর্মীরা জীবন বিসর্জন দিয়েছেন। যুগে যুগে গণমাধ্যম কর্মীদের আত্মত্যাগ ও কর্মে আজকের এই বাংলাদেশ। আজ আমরা এই মতবিনিময় সভার মাধ্যমে সবাই একটি ঐক্যমতে অঙ্গীকার করি। চুয়াডাঙ্গা জেলার উন্নয়নে ও এখানকার পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে সকল গণমাধ্যম কর্মী মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে দ্বিধাদ্বন্দ্ব ভুলে আসেন এক সাথে কাজ করি। আমাদের দ্বীধাহীন ঐক্যের সমতায় জেলা ও জেলার মানুষের উন্নয়ন করতে পারলে আগামী প্রজন্মের কাছে এর ধারাবাহিকতার বীজ বপন করে যেতে পারবো।’
এ মতবিনিময় সভায় প্রথমে পরিচয় পর্ব ও পরে উন্মুক্ত আলোচনাসভায় অংশ নেন জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারন সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক-প্রকাশক সরদার আল আমিন, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের পরিচালক সালাউদ্দীন মো. মত্তুর্জা ও ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তুহিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শাহরিন হক মালিক, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম।
দৈনিক আজকের পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভীর পরিচালনায় অনুষ্ঠানে মুক্ত আলোচনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক জিসান আহমেদ, হুসাইন মালিক ও আবুল হাসেম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ শাহিদুল মুরছালিন জাইফ।
উপস্থিত বক্তারাও জেলার সাংবাদিকদের সাংবাদিকতা ও জেলার সার্বিক উন্নয়নে কাজ করার আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিল আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহরাববিন সানভি।