চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে আনুমানিক ১৫ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৪০ গ্রাম ভয়ঙ্কর মাদক ‘ক্রিস্টাল ম্যাথ আইস’ উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে জীবননগর ফুল মার্কেট এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করে মহেশপুর বিজিবি-৫৮ এর একটি দল।
৫৮ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো সংবাদের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর ফুলের বাজারের সামনে শাপলা পরিবহনের একটি বাসের গতিরোধ করা হয়।
পরবর্বতীতে বাসটি তল্লাশী করে একটি কাগজের কার্টুনের মধ্যে তিন কেজি ৪০ গ্রাম ওজনের ‘ক্রিস্টাল মেথ’ বা আইস পাওয়া যায়। জব্দকৃত এই মাদকদ্রব্যের বাজার মূল্য আনুমানিক ১৫ কোটি ২০ লাখ টাকা।