চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্দোলনের নামে বিভিন্ন গণপরিবহনের গাড়ি পোড়ানোর প্রতিবাদে ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রামের গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

একই সঙ্গে গণপরিবহন কর্মীদের ওপর পুলিশের হয়রানী,সড়ক-মহাসড়কে নৈরাজ্য বন্ধ এবং সর্বোপরি শ্রমিকদের নিরাপত্তার দাবীতে এই ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়েছেন গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতারা।

আগামীকাল রোববার (২৮ এপ্রিল) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা এই ধর্মঘট ডাকা হয়েছে।

সম্প্রতি, চুয়েট ক্যাম্পাসের কাছে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কে একটি যাত্রীবাসী বাসের চাপায় প্রাণ হারায় চুয়েটের দুই শিক্ষার্থী। এর পর থেকে আন্দোলনে আছে সেখানকার শিক্ষার্থীরা।