সময়টা একদমই ভালো যাচ্ছে না পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের। কিছুদিন আগেই হারিয়েছেন রাষ্ট্রক্ষমতা। এবার চুরি গেল তার মোবাইল ফোনও।পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর ব্যবহার করা দুটি মোবাইল ফোন চুরি হয়ে গেছে। তাকে হত্যার ষড়যন্ত্রকারী সকলের নাম সম্বলিত একটি ভিডিও ক্লিপ আছে, এমন দাবি করার পর এ ঘটনা ঘটলো।
ভারতের সংবাদপত্র ইন্ডিয়া টুডে জানিয়েছে, ইমরান খানের মুখপাত্র শাহবাজ গিল দাবি করেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর দুইটি মোবাইল ফোন চুরি হয়েছে গত শনিবার শিয়ালকোট বিমানবন্দর থেকে।
ইমরান খান এর আগে দাবি করেছিলেন, তাকে হত্যার ঘড়যন্ত্র করা হয়েছে। যারা এই ষড়যন্ত্র করেছে তাদের একটি ভিডিও তার কাছে রয়েছে। এই দাবির কয়েকদিনের মাথাতেই এলা ফোন হারানোর খবর।
শাহবাজ গিল অভিযোগ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী হওয়ার পরও ইমরান খানকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি। এ সুযোগে তার দুটি ফোন চুরি হয়েছে গেছে। তবে তিনি (ইমরান খান) যে ভিডিওর কথা বলেছেন তা ওই ফোনে পাওয়া যাবে না বলেও দাবি করেন তিনি।
এদিকে, সরকারের তরফে তাৎক্ষণিকভাবে এ বিষয় কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও ইমরান খানের নিরাপত্তা জোরদারে সংশিষ্ট কর্তৃপক্ষকে নিদের্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।