আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১০ জুলাই) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
দলটির সাধারণ সম্পাদক বলেন, সরকারি চাকরিতে কোটামুক্ত করার সিদ্ধান্তই নিয়েছিলো আওয়ামী লীগ। আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আদালত বাস্তবসম্মত রায় দিবেন প্রত্যাশা।
এসময় ওবায়দুল কাদের আরও বলেন, পেনশন নিয়ে শিক্ষকদের আন্দোলনের বিষয়েও দ্রুত সমাধানে পৌঁছানো যাবে।
বেইজিং সফর সংক্ষিপ্ত করে প্রধানমন্ত্রী দেশে ফিরছেন এমন খবরকে নাকচ করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, নির্ধারিত কর্মসূচি শেষ করেই ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।