ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। স্ট্যামফোর্ড ব্রিজে গতকাল (বৃহস্পতিবার) রাতে ১-০ গোলে জিতেছে সিটি।
ম্যাচের শুরুতেই চেলসিকে চেপে ধরে সিটি। তবে প্রথম সুযোগটি আসে চেলসির কাছে। ষোড়শ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসকি ডি বক্সে বল পেয়েও শট নিতে ব্যর্থ হন। ২২তম মিনিটে বদলি নামার একটু পরে জালের দেখা প্রায় পেয়েই যাচ্ছিলেন কার্নি চুকওয়েমেকা। তবে তার শট ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক।
পরপর আক্রমণের ধাক্কা সামলে সিটিও আট মিনিট পর গোলেল সুযোগ তৈরি করে। তবে ইলকাই গুন্দোগানের শট পোস্টের বেশ বাইরে দিয়ে যায়। ৩৭তম মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন আর্লিং হাল্যান্ড। তাতে গোলশূন্য ড্র হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতে থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে সিটি। ৪৮ ও ৪৯ মিনিটে দুইবার চেলসির রক্ষণে হানা দেয়। প্রবল চাপ তৈরির সুফল একটু পরেই পায় সিটি। ৬৩তম মিনিটে জ্যাক গ্রিলিশের দুর্দান্ত ক্রসে আলতো টোকায় দূরের পোস্টে জাল খুঁজে নেন মাহরেজ।
দশ মিনিট পর একটুর জন্য ব্যবধান বাড়াতে পারেনি সিটি। ৮০তম মিনিটে চেলসির লুইস হলের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান সিটি গোলরক্ষক। শেষ ১০ মিনিটে কেউই আর গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।
এই জয়ে ১৭ ম্যাচে সিটির পয়েন্ট হলো ৩৯। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে নিউক্যাসল ইউনাইটেড। ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে চেলসি।