অভ্যন্তরীণ দ্বন্দ্বে নালিতাবাড়ী উপজেলা ও শহর বিএনপির কাউন্সিল পণ্ড হয়েছে। পরবর্তীতে জেলা সদরে কাউন্সিলরদের উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা হবে বলে জানান জেলার নেতারা।

বৃহস্পতিবার বিকালে নালিতাবাড়ী শহরের গড়কান্দা এলাকায় সাবেক মেয়র আনোয়ার হোসেনের বাড়ির দহলিজে দীর্ঘ ১৮ বছর পর নালিতাবাড়ী উপজেলা ও শহর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের আয়োজন করা হয়। বিকাল সাড়ে ৩টায় উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নুরল আমিনের সভাপতিত্বে কাউন্সিলের প্রথম অধিবেশন শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন। উদ্বোধক ছিলেন শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি হিসেবে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় এমরান সালেহ প্রিন্সের বক্তব্যের পর সভাপতির প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্য শেষ হওয়ার আগেই হঠাৎ করে কয়েকজন যুবক প্যান্ডেলের চেয়ার শূন্যে ছুড়তে থাকেন। এরপরই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলন স্থল ছেড়ে চলে যান। নেতারা দ্রুত রুদ্ধদার বৈঠক করে পরবর্তীতে জেলা সদরে কাউন্সিলরদের নিয়ে কমিটি গঠন করা হবে বলে জানিয়ে তারাও চলে যান।

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান লিটন জানান, কাউন্সিলরদের ভোটে কমিটি গঠন করা হলে একটি পক্ষ কোনো পদে যেতে পারবে না বিধায় তারা নিজেরাই কৌশল করে এরকম বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে সম্মেলন পণ্ড করে দেয়।

উল্লেখ্য, উপজেলা বিএনপির শেষ কাউন্সিল হয়েছিল ২০০৩ সালে। মাঝখানে বেশ কয়েকবার আহবায়ক কমিটি গঠন করে দলীয় কার্যক্রম চালিয়ে ১৮ বছর পর এ কাউন্সিলের আয়োজন করা হয়।