উয়েফা চ্যাম্পিয়নস লীগে জুভেন্টাসকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে পিএসজি। তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে বৃহস্পতিবার (তেসরা নভেম্বর) রাতে গ্রুপ পর্বের শেষ দিনে জিতেছে মেসির দল। ম্যাচের প্রথমার্ধের ১৩তম মিনিটেই কিলিয়ান এমবাপের গোলে ১-০ গোলে এগিয়ে যায় সফরকারী পিএসজি। তারপর ম্যাচের ৪৯তম মিনিটে ব্যবধানের সমতা টানেন জুভেন্টাসের লিওনার্দো বোনুচ্চি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি নামেন নুনো মেন্দেস। মাঠে নেমে ম্যাচের ৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন তিনি। এতইে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির দল। এদিকে অন্য ম্যাচে অসাধারণ খেলে প্রতিপক্ষকে গোলে ভাসিয়ে গ্রুপ সেরার লড়াইয়ে পিএসজিকে টপকে গেছে বেনফিকা। গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে যেতে জিততেই হতো পিএসজিকে। ইউভেন্তুসের কড়া চ্যালেঞ্জ সামলে জয়ও পেল তারা।

কিন্তু তারপরও দিনশেষে আটকে থাকলো হতাশায়েই। একই সময়ে শুরু অন্য ম্যাচে যে দুর্দান্ত পারফরম্যান্সে সব হিসাব-নিকাশ এলোমেলো করে দিয়েছে বেনফিকা। ম্যাকাভি খাইফার জালে গোল উৎসব করার মধ্য দিয়ে ফরাসি চ্যাম্পিয়নদের টপকে গ্রুপ সেরা হয়েছে তারা।