বাংলাদেশের সাফ নারী চ্যাম্পিয়নশিপ বিজয়ী দল ছাদখোলা বাসে নিয়ে বাফুফে ভবনের উদ্দেশে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চ্যাম্পিয়ন দলটি এসে পৌঁছালে তাদের স্বাগত জানানো হয়। বিমানবন্দরে কোচ পিটার বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি প্রদর্শন করেন।
এবারও ছাদখোলা বাসে করে মেয়েদের বাফুফেতে নেওয়ার ব্যবস্থা করা হয়। গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল আজ দেশে ফিরছে মেয়েরা। সকাল থেকেই তাই বিমানবন্দরে সমর্থকরা অপেক্ষায় ছিলেন বিজয়ীদের দেখার জন্য। শুধু সমর্থকরাই নন, বিজয়ীদের বরণ করার জন্য অপেক্ষায় ছিলেন বাফুফের কর্মকর্তারা। সঙ্গে চ্যাম্পিয়নদের ফ্রেমবন্দি করতে সংবাদ মাধ্যমের ফটোগ্রাফারসহ সাংবাদিকরা ছিলেনই।
এর আগে ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেও এমন ছাদখোলা বাসে উদযাপন করেছেন সাবিনা খাতুন-সানজিদা আক্তাররা। সেবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারও সেই নেপালকেই ২-১ ব্যবধানে হারিয়ে ট্রফি উল্লাস করেছে মেয়েরা।