ছুটির দিন শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। সকালে ভিড় তুলনামূলক কম থাকলেও পরে তা বাড়তে থাকে। মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতিতে।
শুক্রবার ২০তম দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে ভিড় বাড়তে থাকে দর্শনার্থীদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেলায় এসেছেন নানা বয়সী মানুষ।
এদিন সকালে মেলায় দর্শনার্থীদের ভিড় তেমন না থাকলেও দুপুর ২টার পর থেকে কাউন্টারগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। শেষ বিকেলে ও সন্ধ্যায় মেলায় প্রবেশ করতে আসা ব্যক্তিদের দীর্ঘ সারি দেখা যায়। উপচেপড়া ভিড় ঠেলে মেলা প্রাঙ্গণে প্রবেশ করেন দর্শনার্থীরা।
তবে বিক্রেতাদের দাবি, মেলায় দর্শনার্থীর তুলনায় বেচাবিক্রি তেমন একটা নেই।
এবারের বাণিজ্য মেলার প্রবেশ টিকিট মূল্য গতবারের চেয়ে ১০ টাকা বাড়িয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর শিশুদের টিকিটের মূল্য ২০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০ টাকা।
এবারের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা ৩৫১টি। এছাড়া দুই হলে ১৭৪টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। একই সঙ্গে থাকছে রেস্তোরাঁ, মসজিদ, ব্যাংক, এটিএম বুথ, শিশু পার্ক, মা ও শিশু কেন্দ্র।
এ বছর বাড়ানো হয়েছে বাসের সার্ভিস রুট। ফার্মগেট থেকে মেলা পর্যন্ত দর্শনার্থীদের নিয়ে যাতায়াত করবে বিআরটিসি পরিবহন।