মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরুর দ্বিতীয় দিনেও যাত্রীদের উপচেপড়া ভিড় স্টেশনে। মেট্রোরেলে উঠতে প্রথম দিন সংসারের ব্যস্ততায় আসতে পারেননি অনেকে। আজ (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই রাজধানীর আগারগাঁও এবং উত্তরার দিয়াবাড়ি স্টেশনে টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘলাইন তৈরি হয়। অনেকেই ভোর থেকেই অপেক্ষা করেছেন সেখানে।

মেট্রোরেলে চড়তে আসা যাত্রীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যাচ্ছে। দীর্ঘ অপেক্ষার অবসানের পর মেট্রোরেলে চড়তে পেরে খুশি তারা। ছুটির দিন শুক্রবার অনেকেই মেট্রোরেলে চেপে দিয়াবাড়ি থেকে আগারগাঁও আসছেন। আবার অনেকে আগারগাঁও থেকে উত্তরা যাচ্ছেন।

No description available.

দ্বিতীয় দিনেও মেট্রোরেল সকাল আটটায় থেকে যাত্রা শুরু করেছে। চলবে বেলা ১২টা পর্যন্ত। মাত্র ১০ মিনিটেই উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পৌঁছে যাচ্ছে ৬০ টাকা খরচ করে। প্রতি ১০ মিনিট পর পর ট্রেন ছাড়ছে। ট্রেন চলছে মোট ১০টি। মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের মাঝে কোথাও আপাতত থামছে না।

এর আগে গত বুধবার ঢাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি আর অপেক্ষা শেষে চালু হয় মেট্রোরেল। গতকাল বৃহস্পতিবার সকালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় এই উড়াল ট্রেন। এদিন রাজধানীর উত্তরা থেকে আগারগাঁওয়ের উদ্দেশে ছেড়ে যায় প্রথম ট্রেন। অন্যদিকে আগারগাঁও থেকে উত্তরার উদ্দেশে যাত্রী নিয়ে ছেড়ে যায় আরেকটি ট্রেন। সকাল থেকে উভয় স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায়। আগারগাঁও ও উত্তরা স্টেশনের বাইরে অপেক্ষামান যাত্রীদের দীর্ঘলাইন সৃষ্টি হয়। তবে ঘণ্টার পর ঘণ্টা  দীর্ঘ লাইনে অপেক্ষ করেও বেশিরভাগ মেট্রোরেলে প্রথমদিন চড়ার সুযোগ পাননি।