গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১৮ দিন মৃত্যুশূন্য দেশ। ফলে দেশে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল। তবে গত দিনে নতুন করে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৩ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৯৯ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ।

রোববার (৮ই মে) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে সর্বশেষ গত ২০ এপ্রিল একজনের মৃত্যুর খবর এসেছিল। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৬৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৮ লাখ ৯৭ হাজার ৫২৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭২০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৫৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

নতুন করে করোনা শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন। এছাড়া রংপুর, কুড়িগ্রাম, কুষ্টিয়া ও সিলেট একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছেন।