প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি। আমি আমার বাবার দেখানো পথে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষকে উন্নত জীবন প্রদান করা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো।

আজ (শনিবার) দুপুরে নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি (টিটি) উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, নিজের এলাকায় আসতে পেরে আমি আনন্দিত। আপনারা সবসময় আমার পাশে থাকেন বলে আমি নির্ভার হয়ে দেশের সেবায় কাজ করতে পারি। মা বাবা হারিয়ে যখন আমি নিঃস্ব হয়েছিলাম, তখন আমার পাশে আপনাদের কাছে পেয়েছি।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির আমলে জঙ্গি সন্ত্রাসবাদের উত্থান ঘটেছিল, দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের সাথে আওয়ামী লীগের কিভাবে তুলনা চলে ? তাদের জন্মই হয়েছে অবৈধভাবে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়াামী লীগ দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে, আওয়ামী লীগ তৃণমূলের দল। বিএনপি মানুষের কল্যাণ চায় না, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে তারা। মানুষকে পুড়িয়ে মারে।

এসময় জঙ্গি, সন্ত্রাস আর মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি প্রত্যককে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।