‘শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে, একটি অবৈধ সরকারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে। এখানে পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই’- বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
‘শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ নিজের কাছে নেই’- বলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের করা মন্তব্যের পর আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুকে হাসনাত আবদুল্লাহ এই মন্তব্য করেন।
ফেসবুকে এমন প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি এ বিষয়ে একটি ভিডিওবার্তায় হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাষ্ট্রপতি বলেছেন শেখ হাসিনা তার কাছে কোনো পদত্যাগপত্র জমা দেননি। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আবারও পুনর্বাসনের জন্য বিভিন্ন ধরনের পাঁয়তারা করেছে এবং ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের যে পতিত আত্মারা রয়েছে, তারা বিভিন্নভাবে জড়ো হওয়ার পাঁয়তারা করছে। প্রতিটি ঘটনা একত্রিত করলে দেখা যায় আওয়ামী লীগ আবারও একত্রিত হয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের চেষ্টা করছে।