যারা জনগণের আস্থা যারা অর্জন করতে পারে না, ভোটে তারাই ব্যর্থ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশের সার্বিক উন্নয়নই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। সকালে স্থানীয় সরকার দিবস উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় জনগণের কাজে লাগে জনপ্রতিনিধিদের এমন প্রকল্প নেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার-এই প্রতিপাদ্যে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪। এরই অংশ হিসেবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনের আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ।

ধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শক্তিশালী স্থানীয় সরকারের মাধ্যমে দেশের উন্নতি নিশ্চিত করতে চেয়েছিলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালীন একটি কমিটি গঠন করে স্থানীয় সরকারে সঠিক জনপ্রতিনিধি নিয়ে আসা এবং শক্তিশালী কাঠামোতে নিয়ে যাবার কাজ করে। পরে ক্ষমতায় আসার পর স্থানীয় সরকারের বিভিন্ন আইন পাস করে এগুলো বাস্তবায়নে কার্যকর করতে পদক্ষেপ নেয়ার কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকারে বিপুল বাজেট দিয়েছে উন্নয়নের জন্য। প্রত্যেকটা মানুষ যেন নাগরিক সুবিধা পায় সেজন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন আমাদের লক্ষ্য। মানুষের কাছে সেবা পৌঁছাতে সড়ক, রাস্তাঘাট, কালভার্ট, সেতু, সুয়ারেজ লাইনসহ সব উন্নয়নমূলক কাজ এই সরকার করেছে। তিনি, উন্নয়ন কার্যক্রম রক্ষণাবেক্ষণের আহবান জনপ্রতিনিধিদের প্রতি।

জনগণের কাছে জবাবদিহি করতে হয় জনপ্রতিনিধিদের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জনগণ সেবা পাচ্ছে কিনা তা দেখার দায়িত্ব আমাদেরই।

পরিবেশ দূষণ রোধে পদক্ষেপ নেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা এখন থেকেই গ্রাম পর্যায়ে শুরু করতে হবে। ভবিষ্যৎতে বর্জ্যের দূষণ প্রতিরোধে এখনই এটি নিয়ে ভাবতে হবে। জলাশয় ভরাট করে দালান বানানোর মনোভাব বাদ দিতে হবে। বৃষ্টির পানি সংরক্ষণ, সোলার এনার্জি ব্যবহারে মনোযোগী করতে হবে। প্রধানমন্ত্রী বেলেন,  যে যতো বেশি বিদুৎ ব্যবহার করবে তার ততো বেশি টাকা দিতে হবে, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বিদুৎ মূল্য কম থাকবে।

শেখ হাসিনা বলেন, দেশের কেউ হতদরিদ্র থাকবে না। কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না। সরকারের সুবিধাভোগী নাগরিকদের খোঁজ নিতে বলেন স্থানীয় জনপ্রতিনিধিদের। জনগণের আস্থা অর্জন ও বিশ্বাস অর্জন করে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, যারা এটা পারেনা তারা ব্যর্থ হয়।

কোন প্রকল্প নিলে কমিশন পাবার কথা না ভেবে সাধারণ মানুষের জন্য উপকারি হবে কিনা তা চিন্তা করে গ্রহণ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করার কথাও বলেন, এতে অর্থ সাশ্রয় হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে দেয়া ওয়াদা রক্ষা করতে হবে। রাষ্ট্রের সার্বিক উন্নয়নে সবচেয়ে বেশি দায়িত্ব স্থানীয় সরকারের জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে।

সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতি ও  মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের সহযোগীতা চান প্রধানমন্ত্রী। বলেন, বিশ্বে মাথা উঁচু করে চলবে এদেশের মানুষ। বাংলাদেশ যেন পিছিয়ে না পড়ে সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।