জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমানের বিরুদ্ধে জেলা প্রশাসক (ডিসি) পদায়নে আর্থিক লেনদেনের যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করতে তিন উপদেষ্টাকে নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। পরে সংবাদ সম্মেলনে এ কথা জানান সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশে তদন্ত করার জন্য কমিটি করা হয়েছে। তথ্য উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কমিটিতে থাকবেন। সাথে অন্য কাউকে নিতে পারবেন। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। তদন্তের পর পদক্ষেপ নেওয়া হবে।
শারমীন এস মুরশিদ আরও বলেন, প্রশাসনে কারও দায়িত্ব অবহেলা মেনে নেওয়া হবে না। পরীক্ষা-নিরীক্ষা করতে টেকনিক্যাল টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।