পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইসলামিক অনুষ্ঠান রামাদান কারিম সম্প্রচার করছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক জনপ্রিয় টিভি চ্যানেল এফবি টিভি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন সৈয়দ মুহাম্মদ মঈনুদ্দিন ফারুকী (মঈন)। আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন ফ্লোরিডার হোমস্টাড এর মসজিদ উল মোমিনীন এর ইমাম এবং খতীব আবদুল হাকীম আজাদী।

পহেলা রমজান থেকে শুরু হওয়া গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানটি ফ্লোরিডা সময় প্রতিদিন সন্ধ্যা ৭টা এবং বাংলাদেশ সময় ভোর ৫টায় সম্প্রচারিত হয়।

রামাদান কারিম অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মিয়ামী কে ডিস্ট্রিবিউটর এবং প্রাইম ট্রেডিং এর সৌজন্যে।

প্রতিদিন সন্ধ্যা ৭টায় এফবিটিভির পর্দায় ছাড়াও ফেসবুক লাইভ এবং ইউটিউব থেকেও দেখা যাবে অনুষ্ঠানটি। চাইলে আগের অনুষ্ঠানগুলো যে কোন সময় সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউব থেকেও দেখা যাবে।

অনুষ্ঠানটি দেখতে ক্লিক করুন

https://fb.watch/cgSiJHu_rL/