বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ভুয়া দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ (মঙ্গলবার) বংশাল ও কোতোয়ালি থানার ৫টি ওয়ার্ডের যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ হারবে না, হারবে বিএনপি। এ কারণে নির্বাচন ভেস্তে দিতে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
মন্ত্রী আরো বলেন, বিএনপির আন্দোলন কাদায় আটকে গেছে। এই আন্দোলন আর উঠবে না। তাই তাদের অবলম্বন ষড়যন্ত্র, নাশকতা।
মার্কিন প্রতিবেদনের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোনো দেশে গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিমুক্ত? গণতন্ত্রের ত্র“টি দেশে দেশে আছে। যারা অভিযোগ করেছেন তাদের মধ্যেও আছে। অন্যের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার আগে নিজের ঘরের চিত্রটা বলুন। গণতন্ত্র কোথাও ত্রুটিমুক্ত নয়।
দেশের জনগণ বিদেশি করো কথা শুনবে না যারা জনগণের জন্য কাজ করবে জনগণ তাদের ভোট দিবে বলেও মন্তব্য করেন তিনি।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলসহ অন্যান্য নেতাকর্মীরা।